আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৩রা রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

পাকিস্তান ম্যাচের আগে যা বললেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন

ক্রিড়া প্রতিবেদক:

আজ রাত ৮টায় পাকিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ে অংশ নেবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর আগে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, সম্প্রতি কী হয়েছে সেটা ভুলে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর দেওয়া উচিত। সন্দেহ নেই যে, ভারতের বিপক্ষে জয়ের পর পাকিস্তান বেশ উজ্জীবিত।

তিনি আরও বলেন, আমাদের দুই দলের খেলোয়াড়দের মধ্যে সম্পর্কটা বেশ ভালো। শেষ দুই বছরে আমরা একে অপরের বিপক্ষে অনেকবার খেলেছি। আমি নিশ্চিত বাবর আজমরা এবারো খোলা মনে খেলবে। আরব আমির শাহিতে খেলা হওয়ায় দর্শকদের সাপোর্ট পাবে পাকিস্তান ক্রিকেট দল। কারণ তারা সব সময় এখানেই খেলে।

গত সেপ্টেম্বরে পাকিস্তানকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েও নিরাপত্তার অজুহাতে ম্যাচ শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগে সফর বাতিল করে নিউজিল্যান্ড।

কিউইদের দেখাদেখি পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি।

এ ব্যাপারে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, এটা ছিল হতাশাজনক পরিস্থিতি। আমি জানি পাকিস্তানে নিউজিল্যান্ডের যে দলটি গিয়েছিল তারা সেখানে খেলার জন্য কতটা মুখিয়ে ছিল। আর এটি সত্যিকারের লজ্জা যে, সেভাবে বিষয়টি হয়নি।

ফেসবুকে লাইক দিন