ভোলার দক্ষিণ আইচা থানায় নতুন ওসি সাখাওয়াত, অপরাধীদের আতঙ্ক শুরু !!
স্টাফ রিপোর্টারঃ-
ভোলা জেলার দক্ষিণ আইচা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ সাখাওয়াত হোসেন শুক্রবার (১ অক্টোবর ) দুপুর ১২ টার সময় নতুন কর্মস্থল হিসেবে দক্ষিণ আইচা থানায় যোগদান করেন। জানা যায়, এর আগে তিনি ভোলা জেলার মনপুরা থানা সফলতার সাথে দীর্ঘ প্রায় ১৯ মাস অফিসার ইন চার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। পটুয়াখালী জেলায় জন্ম ও বেড়ে ওঠা মোঃ সাখাওয়াত হোসেন ২০০০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। মোঃ সাখাওয়াত হোসেন বলেন, থানায় মামলা করতে কোনো টাকা লাগে না। পুলিশের সেবা নিতে কারো তদবির লাগে না,বর্তমান সরকারের দেশ গঠনের রূপকল্পের আলোকে একটি মাদক, সন্ত্রাস মুক্ত দক্ষিণ আইচা থানা গড়ার জন্য আমি কাজ করবো এবং বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াসহ সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।