আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় প্রশংসিত পুলিশ পরির্দশক আরমান,কাজের লোক সেজে অপহৃত তামান্নাকে উদ্ধার !!

স্টাফ রিপোর্টঃ-

ভোলা সদর মডেল থানার পুলিশের একের পর এক সফলতা এবং সৎ নিষ্ঠাবান দায়িত্বশীলতায় মুগ্ধ ভোলার মানুষ। মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশ রাতদিন চেষ্টা অব্যাহত রাখায় ভোলার আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো রয়েছে বলে দাবী করেন ভোলার সচেতন মহল। নতুন করে অপহৃত তামান্না কে উদ্ধার করে আরো চমকে দিয়েছে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আরমান হোসেন। গত ৪ই সেপ্টেম্বর রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পূর্ব সর্দার পাড়ার পটল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে উদ্ধার করা হয়। সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৩শে আগষ্ট ভোলার নারী ও শিশু আদালতে বাপ্তা ৪নং ওয়ার্ডের ফারুকের স্ত্রী অরোনা বেগম তার মেয়ে তামান্না অপহরণ হয়েছে দাবী করে একটি মামলা দায়ের করেন যার পিটিশন নং ২৯৩/২০।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ভোলা সদর থানার ওসি তদন্ত কে ভিটকিম তামান্না কে উদ্ধারের আদেশ দিয়েছেন।
আদালতের আদেশ অনুযারী তথ্যপ্রযুক্তির মাধ্যমে লোকেশন দিয়ে কখনো ঢাকা, কখনো সিটাগাং আবারো ফেনী সর্বশেষ মুন্সিগঞ্জের সন্ধান পেয়ে প্রথমে তাবলীগ জামাতের সদস্য এর পর কাজের লোক সেজে তামান্না কে উদ্ধার করে কোর্টে হাজির করেন পুলিশ পরিদর্শক আরমান হোসেন।
এদিকে পুলিশ পরিদর্শক আরমান হোসেন এর এই সফলতায় প্রশংসায় ভাসছে তিনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক বিভিন্ন সুশিল সমাজের ব্যক্তিরা পোষ্ট করে আরমান হোসেন ও ভোলার পুলিশ বাহিনীকে অভিনন্দন জানান।

ফেসবুকে লাইক দিন