আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় কৃষকের পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার !!

স্টাফ রিপোর্ট
ভোলায় কৃষকের পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় মো. সাকিব (২১) নামে এক কৃষকের পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাবিক ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা গ্রামের বজলু মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাকিবসহ তার পরিবারের সদস্যরা বুধবার (৬ অক্টোবর) রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘরের দরজা খোলা দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বাড়ির সামনে একটি গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় সাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তারা। চিৎকার শুনে স্থানীয়রা থানায় খবর দেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি করলেও এখনো কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি।

  • ভোলায় কৃষকের পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার
    ভোলায় মো. সাকিব (২১) নামে এক কৃষকের পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত সাবিক ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা গ্রামের বজলু মোল্লার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাকিবসহ তার পরিবারের সদস্যরা বুধবার (৬ অক্টোবর) রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘরের দরজা খোলা দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বাড়ির সামনে একটি গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় সাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তারা। চিৎকার শুনে স্থানীয়রা থানায় খবর দেন।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি করলেও এখনো কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি।

  • ফেসবুকে লাইক দিন