আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

চাষীর মাঠে এমপি জগলুল হায়দার, জৈব সার ব্যবহারে উৎসাহ প্রদান।।

সেলিম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার সার ছড়াতে নিজে ধান ক্ষেতে নেমে পড়লেন। কৃষি জমিতে জৈব সার ব্যবহারে স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে সম্পুর্ন কৃষকের বেশে নিজের জমিতে নেমে আলোচনায় এসেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ২১ সেপ্টেম্বর গত মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর গ্রামে।

উল্লেখ্য, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা দুই বারের এ সংসদ সদস্য মাঝেমধ্যে নানা শ্রেনী ও পেশার মানুষের সাথে সুখ-দু:খ ভাগাভাগি করতে আকস্মিকভাবে তাদের মাঝে পৌছে যান। নিজ এলাকায় অবস্থানকালে দাপ্তরিক কাজের পর তিনি ভ্যান ও সাইকেলে চড়ে বিভিন্ন এলাকায় যেয়ে সাধারন মানুষের কাতারে নিজেকে রাখার চেষ্টা করেন।

জানা গেছে মঙ্গলবার সকালে সাংসদের নিজস্ব জমিতে রোপনকৃত ধান ক্ষেতে শ্রমিকরা সার ছড়ানোর কাজ করতে আসে। এসময় সাংসদ জগলুল হায়দার নিজে তাদের সাথে ক্ষেতে নেমে পড়েন এবং প্রায় তিন বিঘা জমিতে একসাথে ঘুরে ঘুরে সার ছড়ান।
এক সময় উৎসুক জনতা ধান ক্ষেতে এমপি’র সার ছড়ানোর কাজ দেখে জড়ো হতে শুরু করলে তিনি জানান, সবার যার যার নিজের কাজগুলো সময় পেলে নিজের হাতে করা উচিত। এসময় তিনি সেখানে উপস্থিত চাষীসহ স্থানীয়দের জানান, জমির উর্বরতা শক্তি ধরে রাখাসহ বৃদ্ধির জন্য তিনি আগেই নিজ বাড়িতে জৈব সার তৈরীর ব্যবস্থা রেখেছিলেন। তারমত অন্যদেরও কৃষি জমির উর্বরতা শক্তি বদ্ধিসহ বেশী ফলনের জন্য নিজ নিজ বাড়িতে জৈব সার তৈরীসহ তাদের চাষাবাদের কাজে জৈব সার ব্যবহারের পরামর্শ দেন।

ফেসবুকে লাইক দিন