আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

জননেতা তোফায়েল অসুস্থ,জেলা ছাত্রলীগ সভাপতির উদ্দ্যোগে দোয়ার আয়োজন।।

মেসকাত আহাম্মেদ (কলেজ প্রতিনিধি)
ভোলায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের (৭৭) রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদের উদ্যোগে শহরের কালীবাড়ি রোডের মসজিদ ই মকবুলে এই দোয়ার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য দেন ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন লিংকন, সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফেরদৌস আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম। এ সময় ভোলা জেলা ছাত্রলীগের সহসভাপতি জাকারিয়া হোসেন অমি, মআমিনুল ইসলাম ইভান, ইব্রাহীম উজ্জ্বল, আহমেদ ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সুমনসহ জেলা, উপজেলা, ওয়ার্ড, ও ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরর্বতীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের দিল্লিতে নেওয়া হয়েছে। বর্তমানে অভিজ্ঞ এ রাজনীতিবিদ দিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফেসবুকে লাইক দিন