মনপুরায় ব্যাবসায়ী সমিতির উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা।।
মোঃ আমিনুল ইসলাম শামীম
বিশেষ প্রতিনিধি##
মনপুরা ব্যাবসায়ী কল্যাণ সমিতি হাজির হাটের উদ্যোগে ২নং হাজির হাট সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত তরুন চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদারকে সমিতির সকল সদস্যদের উপস্থিতি তে সংবর্ধনা জানানো হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনপুরা ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ তৈয়বুর রহমান ফারুক এবং ফুল দিয়ে বরণ করে নেন সমিতির সাধারন সম্পাদক মোঃ এমরান হোসেন বিদ্যুত। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির অন্যতম সদস্য এ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয়। সমিতির পারিপার্শ্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যাবসায়ী আলহাজ্ব আঃ মান্নান মাষ্টার, হাজির হাট বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ আবুয়াল হোসেন আবু মেম্বার।
এছাড়া উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম ফরাজী, ত্রাণ বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, কাঞ্চন (প্রক্তন মেম্বার), মানিক (প্রাক্তন মেম্বার), মোঃ মহিউদ্দিন মেম্বার সহ হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার বলেন, আমি প্রতিনিয়তই আপনাদের পাশে থেকে সুখ দুঃখের অংশীদার হয়ে সকল কাজে আপনাদের সহযোগিতা করবো।