আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং, ৯ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলা সদর হাসপাতালে যেসব টেষ্ট হয়,নির্ধারিত হয় টেস্টের মূল্য।।

ষ্টাফ রিপোর্ট#

ভোলা সদর হাসপাতালে একজন অসুস্থ রুগীর প্রায় ২৫টি টেষ্ট বা পরিক্ষা করা যায়।তবে বেসরকারি দালালদের জন্য গ্রাম অঞ্চল থেকে আসা মানুষগুলো সরকারি সেবা থেকে বঞ্চিত হয়। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষে এবং সদর হাসপাতালের সেবাসমূহ মানুষ যথারিতি যেন পেতে পারে সেজন্য প্রশাসনিকভাবে দালালদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা চালু রেখেছেন ভোলা সদর হাসপাতালের বর্তমান সিভিল সার্জন ডাঃমোঃসিরাজ উদ্দিন।আইনি ব্যবস্থার গ্রহনের পরে দালালদের একাধিকবার আটক করেছে প্রশাসন।কিন্তু তারপরেও দালালরা অসহায় মানুষদের ভুল বুঝিয়ে তাদের নিজ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছে।ফলে চওড়া দাম দিয়েই তাদেরকে বিভিন্ন পরিক্ষা করতে হচ্ছে।

স্থানীয়রা জানায়,সদর হাসপাতালের পাশে ৪টি ডায়াগনস্টিক সেন্টার যেমন এপোলো,ইউনিটি, হাবিব ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের পর থেকে দালালরা সক্রিয় হয়ে উঠেছে।তবে এ দালালদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা ব্যক্ত করেছেন বর্তমান সিভিল সার্জন।

ভোলা সদর হাসপাতালে যে যে পরিক্ষাসমূহ অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষনপ্রাপ্ত টেকনোলজিস্ট দিয়ে করানো হয় তা হচ্ছে
০১।Blood for CBC মূল্য- ২২০ টাকা।
০২।Blood C,P মূল্য -১৫০ টাকা।
০৩।Blood TC,DC মূল্য-৬০ টাকা।
০৪।Blood Esr মূল্য- ৩০ টাকা।
০৫।Blood HB% মূল্য- ৩০ টাকা।
০৬।Blood Mp মূল্য- ২০ টাকা।
০৭।Blood C/E মূল্য-৫০ টাকা।
০৮Blood TPCমূল্য ৬০- টাকা।
০৯।Blood BT & CT মূল্য- ৬০ টাকা।
১০।Blood PBF মূল্য- ১০০ টাকা।
১১।Blood Sugar মূল্য- ৬০ টাকা।
১২।S.Billrubine মূল্য- ৬০ টাকা।
১৩।S.Cholesterol মূল্য-৫০ টাকা।
১৪। Blood Urea মূল্য- ৫০ টাকা।
১৫।HBSAg মূল্য- ১৫০ টাকা।
১৬।Anti H.CV মূল্য- 200টাকা
১৭।HIV 1&2 মূল্য -২০০ টাকা।
১৮।T.P.H.A মূল্য-২৫০ টাকা।
১৯।VDRL(R.P.R)মূল্য -১০০ টাকা।
২০।Widal Test মূল্য-৮০ টাকা।
২১।A.S.O Titre মূল্য -৫০ টাকা।
২২.Pregnancy Test মূল্য-৮০টাকা।
২৩।Stool R.E & M.E মূল্য-২০ টাকা।
২৪।Urine R.E & M.E মূল্য-২০ টাকা
২৫।Stool for R/S-মূল্য ১০ টাকা।

তবে সকল প্রকার টেষ্ট বা পরিক্ষা সদর হাসপাতালের নতুন ভবনে করা হয়।

ফেসবুকে লাইক দিন