আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

কোস্টগার্ডের সফল অভিযান,অস্ত্রসহ ইলিয়াস ডাকাত আটক

আমজাদ হোসেন#

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের অধীস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতের আস্তানা থেকে কুখ্যাত ডাকাত ইলিয়াস কে দেশীয় অস্ত্র (একনলা শর্টগান) তাজাগোলা, পাইরোটেকনিক,রামদা ও দাসহ আটক করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ০১:০৫ মিঃ গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার হাতিয়া এবং হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এর নেতৃত্বে বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীর নিঝুমদ্বীপ এলাকার ডুবাইর খাল সংলগ্ন মদিনা গ্রামের উক্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালীন সময়ে উক্ত এলাকার ডাকাতের আস্তানা থেকে ইলিয়াস বাহিনীর প্রধান ইলিয়াস (৩৮) কে ১ টি একনলা শর্টগান, ০৩ রাউন্ড তাঁজা গোলা, ০৩ টি অবৈধ পাইরোটেকনিক,০২ টি রামদা এবং ০২ টি দেশীয় দাসহ আটক করা হয়। আটককৃত ইলিয়াস নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ এলাকার মৃত মোঃসিরাজ উদ্দিন এর ছেলে। পরবর্তীতে আটককৃত ডাকাত এবং উদ্বারকৃত দেশীয় অস্ত্র তাজাগোলা, পাইরোটেকনিক,রামদা ও দাসহ হাতিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাযায়।

ফেসবুকে লাইক দিন