মনপুরায় হিন্দুদের সাথে নবনির্বাচিত চেয়ারম্যানের মতবিনিময়॥
মোঃ আমিনুল ইসলাম শামীম
বিশেষ প্রতিনিধি।
ভোলার মনপুরায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা করেন হাজিরহাট সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান। মনপুরা উপজেলাধীন সকল পুজা উদযাপন পরিষদ ও হিন্দু ঐক্য পরিষদ, হাজিরহাট ইউনিয়নের সকল মন্দির ও পুজা উদযাপন কমিটির সাথে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নীল রতন দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিরহাট ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অনুপম চন্দ্র দাস।
এছাড়া আরো বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু ভবেশ চন্দ্র মজুমদার, শ্রী শ্রী মহাপ্রভুর সেবাশ্রম মন্দির পক্ষে নৈদরবাসী, শ্রী শ্রী গুরু সংঘ মন্দির সভাপতি এসডি দুর্জয়, শ্রী শ্রী জ্ঞান মঞ্জুরী হরিসভা সভাপতি সংকর বিজয়, শ্রী শ্রী মহাপ্রভু সেবা সংঘ সভাপতি পলাশ চন্দ্র দাস, উত্তর সোনারচর দুর্গা পুজা মন্দির দয়াল হরি প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা মনপুরায় এই প্রথম সনাতন ধর্মাবলম্বীদের সাথে কোন নবনির্বাচিত জনপ্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মন্দির উন্নয়নের জন্য কিছু দাবী পেশ করেন।