আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার – ১

সেলিম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়ার ভূমি অফিসের গোপন তথ্য ফাঁস করার অভিযোগে এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক করা হয়েছে।

আটক যুবক যুগিখালী ইউনিয়নের বামনখালী বাজার সংলগ্ন ঘোষ পাড়ার সমরেশ ঘোষের পুত্র অমিত কুমার ঘোষ(৩০)।

থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ অমিত কুমার ঘোষ উপজেলা ভূমি ( এসিল্যান্ড) অফিসের গোপন তথ্য কম্পিউটারের মাধ্যমে হ্যাক করে সংগ্রহ করতেন।

ভূমি অফিসের অভিযোগে অমিতকে বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর সদরের ভাড়া বাড়ি থেকে আটক করা হয়।

এ ব্যাপারে কলারোয়া থানায় আটক ব্যক্তির নামে ডিজিটাল নিরাপত্তা ও দন্ডবিধি আইনে মামলা( নং-৩৭,২৮-৭-২১ইং) দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান আটক ব্যক্তিকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন