আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

এমপি জ্যাকবের গাড়ি দুর্ঘটনা,দোয়া কামনা।।

মেসকাত আহাম্মেদ#

বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, ‘কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি। গাড়িতে এমপি মহোদয় ছিলেন না। গাড়িটি চালাচ্ছিলেন তার ছেলে। এবং পাশে বসা ছিলেন এমপি মহোদয়ের স্ত্রী।’
ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের গাড়ি সড়ক থেকে ছিটকে ভবনে ঢুকে পড়েছে। তখন তিনি গাড়িতে ছিলেন না। গাড়িতে তার স্ত্রী ও ছেলে ছিলেন। তারা এখন সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশান যাওয়ার পথে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি। গাড়িতে এমপি মহোদয় ছিলেন না। গাড়িটি চালাচ্ছিলেন তার ছেলে। এবং পাশে বসা ছিলেন এমপি মহোদয়ের স্ত্রী।’

নূরে আজম মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে তারা গুরুতর আহত হননি বলে জানতে পেরেছি। গাড়িটি আমরা উদ্ধার করেছি।’

দুর্ঘটনার বিষয়ে জানতে সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে একাধিক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

ফেসবুকে লাইক দিন