সাতক্ষীরা জেলায় নিখোঁজ মানসিক প্রতিবন্ধী তুহিন,খুঁজে পেতে পরিবারের আকুতি
সেলিম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-
সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের মুরারীকাটি থেকে গত বৃহস্পতিবার আনুমানিক বেলা ১ঃ১৫ মিনিটে মুরালীকাঠি জামে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মোঃ তুহিন হোসেন (২২) নামে মানসিক প্রতিবন্ধী আর বাড়িতে ফিরে আসেনি । গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গঠন লম্বা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। শেষবারের মতো বাড়ি থেকে লুঙ্গি ও সাদা পাঞ্জাবী পড়ে বের হয়েছিল।
সে তার নাম ঠিকানা কিছু বলতে পরে না। তুহিন হোসেন (২২) মুরাকাটি নানার বাড়ি থাকতো। এ বিষয়ে কলারোয়া থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নাম্বার ১০১৯। ছবির এই মানসিক প্রতিবন্ধীর ছেলেটি কে কোন সহৃদয়বান ব্যক্তি পেলে যোগাযোগের নাম্বার-০১৭৩৪৯৫২৮২৪ সন্ধান দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তার মা,নানি ছেলেটিকে ফিরে পেতে সকলের কাছে আকুল আবেদন জানিয়েছে।