আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

সাতক্ষীরা জেলায় কঠোর লকডাউন,৪ জনের মৃত্যু

সেলিম খান : সাতক্ষীরা জেলা প্রতিনিধি

লকডাউন বর্তমানে মাঠে কাজ করছে পুলিশ সেনাবাহিনী বিজিবি মোবাইল কোর্ট সহ সাতক্ষীরা জেলা প্রশাসক। লকডাউন এর দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, সেনাবাহিনীর মোবাইল কোর্ট কঠোর অবস্থানে থাকতে দেখা যায়।

কলারোয়া থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবিরের নেতৃত্বে জেলার যোগাযোগ স্থান খরদো বাজার, সরসকাটি, বেলতলা গুলোতে কঠোর নজরদারি রেখেছে। তালা থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে খুনলা জেলা যোগাযোগ স্থান গুলোকে কঠোর নজরে রাখা হয়েছে। সাতক্ষীরা সদর,দেভাটা, কালিগঞ্জ, শ্যামনগর প্রতিটা উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে কঠোর ভূমিকায় থাকতে দেখা গিয়েছে থানা পুলিশ সহ সাতক্ষীরা জেলা প্রশাসনকে।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে মারা গেছে আরো ৪ জন। শুক্রবার ছুটির দিন থাকায় কোন নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়নি।

তিনি আরো বলেন, শুক্রবার ২৩ জুলাই পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ১৬৮ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৭ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১১১৯ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২৮ জন। ভর্তি রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৫ জন ও বেসরকারি হাসপাতালে ৩ জন রয়েছেন।

বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৯১ জন। সরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮৩ জন এবং বেসরকারি হসপাতালে ভর্তি রয়েছে ২৭ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২২২ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৪৮ জন। জেলায় ২৩জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮২ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৫০২ জন।

ফেসবুকে লাইক দিন