ভোলার চরফ্যাশনে মৃত মুরগী উদ্ধার।।
চরফ্যাশন প্রতিনিধি
চরফ্যাশন বাজারের এক মুরগি ব্যবসায়ীর দোকান থেকে ১৬৫ পিস মরা মুরগীসহ মালিক মোঃ ইয়াছিন কে আটক করেছেন দক্ষ পৌর মেয়র মোঃ মোরশেদ৷
শনিবার (২৪ জুলাই) বিকাল ৩টার সময় চরফ্যাশন বাজারের মুরগী ব্যবসায়ী মোঃ ইয়াছিন এর দোকান থেকে এই মরা মুরগী আটক করা হয়৷ এসময় দোকান মালিক পৌরসভা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা তাজল ইসলামের ছেলে ইয়াছিন কে আটক করা হয়৷
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ ঐ দোকানে গেলে ৩টি বস্তাভর্তি মরা মুরগি দেখতে পায়৷ ঘটনাস্থল থেকে মরা মুরগি ও দোকান মালিককে আটক করে পৌর ভবনে নিয়ে আসেন তিনি৷ এসময় পৌর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
আটককৃত ইয়াছিন জানান, সাতক্ষীরা থেকে ব্যবসার উদ্দেশ্যে ৪শত মুরগী ক্রয় করে চরফ্যাশনে আনেন৷ মুরগিগুলো গাড়ি থেকে নামানোর পর দেখি কিছু মৃত আর কিছু মুরগি দোকানে মারা যায়৷ মরা মুরগী কোন হোটেলে বিক্রির উদ্দেশ্য ছিলোনা বলেও জানান ব্যবসায়ী ইয়াছিন৷
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, মৃত মুরগিগুলো পৌরসভার দায়িত্বে গভীর মাটির নিচে চাপা দেয়া হয়েছে৷ এদিকে স্যানিটারী ইনস্পেক্টর এর মাধ্যমে দোকান মালিক মোঃ ইয়াছিনকে ৫০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেয়া হয়৷