চরফ্যাশনে মোবাইল কোর্ট পরিচালনা, ১৫ জনকে জরিমানা

চরফ্যাশন প্রতিনিধি
ভোলার চরফ্যাসনে স্বাস্থ্যবিধি না মানায় এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ১৫ জনকে ৪ হাজার ৫ শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সারাদেশের ন্যায় চরফ্যাসনে উপজেলা প্রশাসন কর্তৃক পৌর শহরসহ ২১টি ইউনিয়নে পুলিশের টহল ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।
শনিবার (২৪ জুলাই) চরফ্যাশনের কুতুবগঞ্জ, কাশেমগঞ্জ ও শশীভূষণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।
সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ১৫ জনকে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন।