নিউজ ডেস্ক: বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক মেলা আজ সমাপ্ত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব (বিপ্র-৪, ফেলোশিপ ট্রাস্ট) মো. আল-আমিন, উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন এবং উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল মেলা পরিদর্শনে আসেন। তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শেষে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন।
এ মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে নিবন্ধনপ্রাপ্ত বিভিন্ন বিজ্ঞান ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সান বিজ্ঞান ক্লাব, বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়, পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়, যুব রেড ক্রিসেন্ট বোরহানউদ্দিন, ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট, বোরহানউদ্দিন এবং মহিলা কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন লাগসই প্রযুক্তি প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।