মোঃ রাজিউর রহমান, ভোলা।
ভোলায় তিন দিনের সরকারি সফরে আজ ১৩ ডিসেম্বর শনিবার আগমন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেক।
সরকারি সফরের প্রথম দিনে তিনি সকাল ১০টা সময় ভোলা জেলার লালমোহন উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র (MCWC) এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এরপর বেলা ১২টায় তিনি চরফ্যাশন মা ও শিশু কল্যাণ কেন্দ্র (MCWC) ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিদর্শন করেন। দিন শেষে তিনি লালমোহনে অবস্থান করে রাত্রিযাপন করবেন।
আগামীকাল ১৪ ডিসেম্বর রবিবার, উপসচিব মোঃ আব্দুল খালেক লালমোহন উপজেলার বিভিন্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র (MCWC)-এর মেরামত ও সংস্কার কার্যক্রম পরিদর্শন করবেন। বিকাল ৫টায় তিনি লালমোহন থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ভোলা সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
এরপর ১৫ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় তিনি ভোলা সদর উপজেলার ফাতেমা খানম ১০০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র (MCWC)-এর মেরামত কাজ পরিদর্শন করবেন। বেলা ১১টায় ভোলা সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন এবং বেলা ১২টায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।
একই দিন বিকাল ২টায় তিনি নার্সিং কলেজ, ভোলা পরিদর্শন করবেন। পরে বিকাল ৩টায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন এবং ভোলায় রাত্রিযাপন করবেন।
উল্লেখ্য, সফরকালে তিনি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ, ভোলা পরিদর্শনের কথাও রয়েছে।
সফর শেষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় তিনি ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।