আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৫ ইং, ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

তজুমদ্দিন সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা: ভোলায় মটর সাইকেল দূর্ঘটনায় শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম ইমন নিহত হয়। গত শক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বাটমারা মাহফিল থেকে মটর সাইকেল যোগে নিজ বাড়ি তজুমদ্দিনে আসার পথে ভোলা-চরফ্যাশন সড়কের কুঞ্জেরহাট উত্তর পাশে লেবুকাটা এলাকায় আসলে অপর দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পিলারের সাথে ধাক্কা খেয়ে আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতাল পাঠানো হয়। সেখানেও তার অবস্থা আরো সংকটাপন্ন হলে রাতেই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে ভোররাতে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিতহ ইমন তজুমদ্দিন উপজেলার গুরিন্দা বাজার ফার্মেসি ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের ছেলে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।

ফেসবুকে লাইক দিন