ভোলার ৬ শিক্ষা কর্মকর্তা পদোন্নতি পেয়ে হলেন সহকারী অধ্যাপক

মেসকাত আহাম্মেদ: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার থেকে ভোলা সরকারি কলেজের ৪ জন ও ভোলা সরকারি মহিলা কলেজের ২ জনসহ ভোলায় সর্বমোট ৬ জন প্রভাষক থেকে সহকারী পদে পদোন্নতি পেয়েছেন । শুক্রবার (২১ নভেম্বর) মধ্য রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. আবদুল কুদ্দূস স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয় ।
আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের এসব কর্মকর্তাগণ-কে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপূর্বক স্ব-স্ব কলেজে/দপ্তরে/ইনসিটু হিসেবে পদায়ন করা হলো । এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতি প্রাপ্ত শিক্ষা কর্মকর্তারা হলেন- ভোলা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মো. এরশাদ, বাংলা বিভাগের মো. মনির হাসান, ইতিহাস বিভাগের মো. শাহাব্ উদ্দিন । ভোলা সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের মো. ইব্রাহিম খলিল, ব্যবস্থাপনা বিভাগের মো. ইখতিয়ার উদ্দিন। উল্লেখ্য, গত (১৬ নভেম্বর) পদোন্নতির দাবিতে নো প্রমোশন, নো ওয়ার্ক কর্মসূচি পালন করে আসছিলো বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদ। লাগাতার কর্মবিরতিতে সারাদেশের কলেজগুলোতে শ্রেণি কার্যক্রম স্থবির হয়ে পরে । একপ্রকার চাপের মুখে (২১ নভেম্বর) মধ্য রাতে শিক্ষা ক্যাডারের ১৮৭০ জন কর্মকর্তাকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
