আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৫ ইং, ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলা–গাজীপুর রোডে শিশুর মর্মান্তিক মৃত্যু: দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার ও ট্রাফিক টহল বৃদ্ধির দাবি

মোঃ মহিউদ্দিন (ভোলা): ভোলা গাজীপুর রোডে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত ০৩ নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ১১টার দিকে শিশু শ্রেণির এক শিক্ষার্থী বোড়াকের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এলাকাবাসীর অভিযোগ—মেইন রোডটি সরু হওয়ায় এবং যানবাহনগুলো অতিরিক্ত গতিতে চলার কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।
এলাকার বাসিন্দারা জানান, এখানে স্কুলগামী ছোট ছোট শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা প্রতিদিন ঝুঁকির মধ্যে চলাচল করেন। তাই দ্রুততম সময়ে রাস্তায় একাধিক স্পিড ব্রেকার নির্মাণ, ট্রাফিক টহল বৃদ্ধি, এবং গতি নিয়ন্ত্রণের কঠোর ব্যবস্থা গ্রহণ এখন জরুরি প্রয়োজন। এতে দুর্ঘটনা কমবে এবং বহু প্রাণহানি রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা। এ বিষয়ে মাননীয় জেলা প্রশাসক, পৌর প্রশাসক, সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এবং এলজিইডির জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

ফেসবুকে লাইক দিন