ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য আয়োজন

ভোলার খবর ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম কায়েদ, থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, কৃষক দলের জেলা সভাপতি আঃ রহমান সেন্টু, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন, বিএনপি নেতা মুনতাসির আলম রবিন, ছাত্রদলের সভাপতি নূরে আলম ও সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌসসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী গোরাম নবী আলমগীর বলেন, “ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই দিনে আমরা মহান রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর কর্মময় বর্ণিল স্মৃতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশ নামক রাষ্ট্রে শহীদ জিয়াউর রহমান চির অমর ও অম্লান থাকবেন।” তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ছিলেন এ জাতির মহান রাষ্ট্রনায়ক, জাতির প্রাণের স্পন্দন। তিনি ইতিহাসের এক সমুজ্জ্বল নক্ষত্র। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্মের সঙ্গে তাঁর নাম ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই বাংলাদেশের আরেক নাম জিয়াউর রহমান।” সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
