আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৫ ইং, ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে সৌদি আরবের উপহার দুম্বার মাংস ৫৪ এতিমখানায় বিতরণ

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুস্থ ও এতিমদের মাঝে সৌদি আরব সরকারের উপহার হিসেবে পাওয়া দুম্বার মাংস বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আবাসিক মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে এসব মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান জানান, “দুস্থদের জন্য বরাদ্দ করা সৌদি আরবের উপহার দুম্বার মাংস হিসেবে এবার বোরহানউদ্দিন উপজেলায় ২৫টি বাক্স পাওয়া গেছে, প্রতিটি বাক্সে ছিল ৮টি করে প্যাকেট। এই বরাদ্দের মাংস উপজেলার মোট ৫৪টি আবাসিক এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে।” তিনি আরও বলেন, “এই উদ্যোগের মাধ্যমে উপজেলার অসহায় ও এতিম শিশুদের মাঝে আনন্দের ছোঁয়া পৌঁছে দিতে পেরেছি। ভবিষ্যতেও সরকারি ও দাতা সংস্থার এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি।” এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন কন্টিনজেন্টের বাংলাদেশ নৌবাহিনীর সদস্যবৃন্দ ও বোরহানউদ্দিন থানা পুলিশের প্রতিনিধিরা।

ফেসবুকে লাইক দিন