আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৫ ইং, ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে রাস্তা ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, ২১ হাজার টাকা জরিমানা

মোঃ ইকবাল হোসেনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবৈধভাবে রাস্তা, সেতু ও ফুটপাত দখল করে দোকান স্থাপন এবং ইজিবাইকসহ বিভিন্ন গাড়ি যত্রতত্র পার্কিং করার অপরাধে পাঁচজনকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান এর নির্দেশনায় ভোলা -চরফ্যাশন মহাসড়কের মনিরাম বাজার ও কুঞ্জেরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রণজিৎ চন্দ্র দাস অভিযানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দণ্ডিত হন—
১। মো: আজিজ (৩৯), পিতা- মো: ইয়াসিন, টবগী, বোরহানউদ্দিন ৫০০০/- ২। মো: হাফেজ (৪০), পিতা- মো: গেদু মিয়া, কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন ৫০০০/- ৩। মো: রফিকুল ইসলাম (৪৫), পিতা- সেরাজল হক, কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন ৫০০০/- ৪। মো: রিয়াজ (২৪), পিতা- আব্দুল মোতালেব, কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন (৩০০০/-) ৫। মো: বিল্লাল (৩০), পিতা- মো: ইউসুফ, কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন ৫০০০/-। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম এবং টবগী ও কাচিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা সহযোগিতা করেন।
ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংলগ্ন এলাকায় যাতে কেউ পুনরায় রাস্তা ও ফুটপাত দখল করে দোকান স্থাপন বা যানবাহন পার্কিং না করে সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস বলেন, “জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ফেসবুকে লাইক দিন