আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৫ ইং, ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে গাঁজা সেবন: মোবাইল কোর্টে দুইজনের কারাদণ্ড ও জরিমানা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান এর নির্দেশনায় আজ মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) বোরহানউদ্দিন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কাচিয়া ইউনিয়নের দালালপুর বাজার এলাকার নিজ বসত ঘর থেকে মোঃ মনির (৩৮), পিতা—মোঃ বাদশাহ মিয়া, ফুলকাচিয়া ৪নং ওয়ার্ড এবং বড় মানিকা থেকে মোঃ সাইফুল বিশ্বাস (৪০), পিতা—মোঃ ওয়াজিউল্লাহ কে গাঁজা সেবনের অপরাধে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের দণ্ড প্রদান করা হয়। এর মধ্যে প্রথমজন মোঃ মনিরকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড এবং দ্বিতীয়জন মোঃ সাইফুল বিশ্বাসকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভোলা ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন