আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৫ ইং, ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত: মাদক ও চুরি রোধে কঠোর পদক্ষেপের অঙ্গীকার

মোঃ ইকবাল হোসেন, ​বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ​ভোলার বোরহানউদ্দিন থানা প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে পুলিশের উদ্যোগে এক বিশেষ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সামাজিক নেতা, সাংবাদিক এবং পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ স্থাপন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা।
​থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার শরীফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার তরিত। ​বক্তব্যে স্থানীয় নেতারা বোরহানউদ্দিন উপজেলায় মাদক ব্যবসা ও চুরি-ছিনতাই বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা পুলিশের প্রতি আহ্বান জানান, যেন ছোটখাটো অপরাধীদের (চুনোপুটি) পরিবর্তে বড় অপরাধী (রাঘব বোয়াল) চক্রকে ধরা হয়, যারা এই ধরনের অপরাধের মূল হোতা। ​ওসি সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন, পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও তৎপর হবে। তিনি জনগণের যেকোনো প্রয়োজনে পুলিশকে পাশে থাকার অঙ্গীকার করেন। ​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শরীফুল হক বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়েও এই ধরনের ওপেন হাউস ডে আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। তিনি জনগণের প্রতি যেকোনো প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অনুরোধ জানান। ​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার ওসি (তদন্ত) রিপন। এই ধরনের আয়োজন পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে সাহায্য করবে বলে আশা করা যায়।

ফেসবুকে লাইক দিন