আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৫ ইং, ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলা দৌলতখানে সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর

মোঃ রাজিউর রহমান ।

ভোলা দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন সময় টেলিভিশন-এর সহযোগী সিনিয়র রিপোর্টার মোঃ নাসির উদ্দিন লিটন ও তার সঙ্গে থাকা ক্যামেরাম্যান উৎপল দেবনাথ। ঘটনার পর তারা দৌলতখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সাংবাদিক নাসির উদ্দিন লিটন সরকারি সহায়তার গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে রাসেল কাজির বাড়িতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতা কাজি রাসেল, নিজাম কাজী, কাজী রাকিব ও রিয়াজ সাংবাদিকদের বাড়িতে প্রবেশ করায় ক্ষিপ্ত হন এবং এলোপাতাড়ি মারধর করেন।

সাংবাদিকরা অভিযোগ করেন, তাদের ধাক্কা দিয়ে বাড়ির বাইরে ফেলে দেওয়া হয় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। এ সময় ক্যামেরাম্যান উৎপল দেবনাথের ক্যানন ক্যামেরা (মডেল নং AG-AC90EN) কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয়, যা ভেঙে যায়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার বলেন, “সাংবাদিকের উপর হামলার ঘটনা দুঃখজনক। সাংগঠনিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

ফেসবুকে লাইক দিন