ভোলায় পাওনা টাকা ফেরত চাওয়ায় নারীর উপর হামলার অভিযোগ

মোঃ ্ভইকবাল হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধি: দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় পাওনা টাকা ফেরত চাওয়ায় রিমা বেগম (৩৭) নামক এক নারীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ৩ জুন ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিমা বেগম বাদী হয়ে দৌলতখান থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে রিমা বেগম (৩৭) অভিযোগ করে বলেন, আমার স্বামী-মোঃ কামাল হোসেন, আমার স্বামী বিদেশে থাকাকালীন সময় গত ২০২২ সালে ব্যবসার কাজের জন্য নগদ ৪১,০০,০০০/- (একচল্লিশ লক্ষ) টাকা স্টাম্পমূলে দেয় । আমার স্বামীর নিকট হইতে টাকা নেওয়ার পর সিদ্দিক আমাদেরকে ব্যবসার কাজে না রাখিয়া বিভিন্ন ভাবে ঘুরাইতে থাকে। আমি বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের অবগত করিলে তারা বিষয়টি একাধিকবার মিমাংসা করার চেষ্টা করেন। কিন্তু সিদ্দিক তাহাদের কোন কথায় কর্নপাত না করে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে আসতেছে। ৩ জুন মঙ্গলবার সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় আমি সহ আরো ৩ জন সিদ্দিকের নিকট আমাদের পাওনা টাকা চাইতে গেলে সে আমাকে দেখা মাত্রই গালমন্দ করতে থাকে। তখন মোঃ সিদ্দিক (৩৮), মোঃ মাফুজুল হক (২৫), পিত্য-মফিজুল হক খান, মোঃ মফিজুল হক খান (৬০), পিতা-মৃত আব্দুল হাশিম খান, উত্তর দিঘলদী ০৫নং ওয়ার্ড, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, মোঃ অলিউল্লাহ (২৫), পিতা-মোঃ আব্দুল খালেক, জয়নগর ০৮নং ওয়ার্ড, মোঃ সনজিদ (২৫), পশ্চিম জয়নগর, থানা-দৌলতখান, মোঃ এনামুল হক (২০), দক্ষিন দিঘলদী। তারা বে-আইনী ভাবে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া হাতে লোহার রড ও এসএস পাইপ সহ আমাদেরকে এলোপাথারী মেরে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। তখন আমরা ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে সকলের সামনে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।
এখন আমি নিরাপত্তা হিনতায় ভুগছি। এ বিষয়ে পার্শ্ববর্তী রেহানা বেগম জানান, পাওনা টাকা না দিয়ে উল্টো শ্লীলতাহানির চেষ্টা করে। আমরা বাধা দিতে গেলে আমাদেরকেও মারধর করে। বাংলাবাজার বাড়িতে ফোন দিলে সেখান থেকে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে।
রিমাসহ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অন্যদিকে সিদ্দিক কে আটকিয়ে থানায় নিয়ে যায় আবার ছেড়ে দেয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ মামলা না নিয়ে অভিযোগ নেয়। এ ঘটনায় মার্কেট কমিটির সহসভাপতি সাইফুল্লাহ জানান ঘটনা শুনে আমি এসেছি বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।
এই বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।