ঝালকাঠি কাঠালিয়ায় পূবালী ব্যাংকের ইসলামী কর্নার উদ্বোধন

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরে পূবালী ব্যাংকের ইসলামী কর্নার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৮এপ্রিল) সকাল ১১ টায় পুবালী ব্যাংকের ইসলামী কন্যার এর প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন পুবালী ব্যাংকের বরিশাল অঞ্চলে অঞ্চল প্রধান মহাব্যবস্থাপক মো. রুহুল আমিন।
উপজেলা শাখা ব্যবস্থাপক মো. মোস্কাফিজুর রহসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছিদ্দিকুর রহমান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল হালিম, কাঠালিয়া সরকারি পাইণট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষত মো. সাইদুর রহমান, সাংবাদিক মোঃ মাছুম বিল্লাহ প্রমূখ।