আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৫ ইং, ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ফেইক আইডির মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে পক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দল সভাপতির প্রতিবাদ

মোঃ সাইফুল ইসলাম আকাশ: ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি মোঃ শামীম মিয়ার বিরুদ্ধে বিভিন্ন ফেক আইডির মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে গুজব সহ বিভ্রান্ত ছড়ানো ও তাকে সামাজিকভাবে মান ক্ষুন্ন করে ফেক আইডির মাধ্যমে ফেসবুকে পোস্ট করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
সোমবার ৭ এপ্রিল সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভোলা-২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের হাত ধরে ১৯৯১ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং সক্রিয়ভাবে প্রতিটি প্রোগ্রামে যোগদান করেছি,১৯৯৮ সালে পক্ষিয়া ইউনিয়নের ৩ তিন নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নির্বাচিত হই, পর্যায়ক্রমে ওয়ার্ড মূল দলের বিএনপি’র সভাপতি,যুবদলের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক,শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বর্তমানে শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি।
শ্রমিক দলের সভাপতি মোঃ শামীম মিয়া বলেন,একমাত্র বিএনপির রাজনীতি করার কারণে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে ২০১০ সালে মিথ্যা চাঁদাবাজির মামলা,২০১৭ সালে গায়েবী মামলা,২০১৮ সালে বিস্ফোরক মামলা এবং ২০১৯ সালে পক্ষিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,আওয়ামী লীগ সন্ত্রাসী নাগর বাহিনীর হাতে লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হই, ২০১৮ সালে সন্ত্রাসীরা আমি বিএনপি করি তাই আমার ব্যবসা প্রতিষ্ঠান তালা মেরে দেয়, দীর্ঘদিন আমি দোকান করতে পারিনি আমার প্রায় ৫ থেকে ১০ লাখ টাকা লোকসান হয় দীর্ঘদিন দোকান বন্ধ থাকার কারণে, ১৭টি বছর একের পর এক অন্যায়, অত্যাচার ও নিপীড়নের মধ্যে থেকেও বিএনপির রাজনীতি থেকে দূরে সরে যায়নি,ভোলা,বরিশাল, ঢাকা সহ কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক প্রতিটি প্রোগ্রামে যোগদান করেছি,রাজপথে থেকেছি,রক্ত জড়িয়েছি,মার খেয়েছি,সম্মানও ইজ্জত হারিয়েছি,এলাকায় থাকতে পারিনি,ঠিকমতো রাতে ঘুমাতেও পারিনি গ্রেপ্তারের ভয়ে,মামলার বোঝা নিয়েও পালিয়ে বেরিয়েছি একমাত্র বিএনপি করার কারণে কিন্তু একটি কুচক্রি মহল বিগত দিনে যারা আওয়ামী লীগের সন্ত্রাস হিসেবে পরিচিত ছিল বর্তমানে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে, ফেক আইডির মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা তথ্য ছড়াচ্ছে”আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।তিনি বলেন, ফেক আইডির মাধ্যমে লেখা হচ্ছে আমি যুবলীগের সভাপতি ছিলাম কিন্তু আমার রাজনৈতিক জীবনে কখনো আওয়ামী লীগের কোন কমিটিতে সভাপতি তো দূরের কথা কর্মীও ছিলাম না,আওয়ামী লীগ রাজনীতিকে সবসময় আমি ঘৃণা করি কারণ আমি শহীদ জিয়ার আদর্শে নিজেকে অনুপ্রাণিত করে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে সকল কাজ করার চেষ্টা করেছি এখন কিছু লোক আওয়ামী লীগের দালালি করে এই মিথ্যা তথ্য ছাড়াচ্ছে, তিনি বলেন এছাড়াও তাকে নিয়ে আরো বিভিন্ন কুরুচিপূর্ণ ফেসবুকে পোস্ট করেছে আওয়ামী লীগ নামধারী বিএনপি’র কিছু সন্ত্রাসীরা। এ সময় তিনি আরো বলেন,আমি যদি বিএনপি’র বাহিরে কোন দল করি তাহলে সেটা প্রমাণ করে দেখাক আমাকে যে শাস্তি দিবে সেটা মেনে নিব।
শ্রমিকদল সভাপতি মোহাম্মদ শামীম মিয়া বলেন, আমার বিরুদ্ধে যে তথ্য দিয়ে ফেসবুকে গুজব রটানো হয়েছে, যারা এর সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি,আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভোলা ২ আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির প্রথম সদস্য ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ সহ উপজেলা বিএনপি’র নীতি নির্ধারক যারা রয়েছেন সকলের কাছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই অপরাধীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

ফেসবুকে লাইক দিন