ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

মোঃ সাইফুল ইসলাম আকাশ: ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার, ২৬ মার্চ ভোলা জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে ভোলা জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোহাম্মদ শরীফুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জেলা প্রশাসন ভোলার বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ।