খোলা চিঠি-তাকী আহমাদ

আমি আর পারছিনা মা!
নিজেকে শক্ত রাখতে
আমি আর পারছি না মা!
চোখের পানি ধরে রাখতে
হায়েনা আর পশু দিয়
গেছে দেশটা মোর ভরে।
পারছি না মা! কুলাঙ্গারদের পশুসুলভ
আচরণ সহ্য করতে
পারছি না মা! আর ধর্ষিতা
বোনের আর্তনাদ শুনতে
আমি আর সহ্য করতে পারছি না
ধর্ষকের নোংরা চেহারা দেখতে
আমি আর পারব না মা!
বিচারহীন দর্শকদের দেখতে
আমি আর পারবোনা মা!
ছোট্ট বোনটির চিৎকার শুনতে
আমি কী করে মা বসে থাকি ?
মোর বোনের আর্ত চিৎকারে
আমি কী করে থাকি বেঁচে
এত লাঞ্ছনা বুকে নিয়ে
দাও মা বিদায় মোরে
শিখিয়ে দাও সংগ্রাম
রক্ত মাংসের বিনিময়ে
আনবো ফিরিয়ে তব সম্মান।