বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে হামলা আহত ১

সাইফুল ইসলাম আকাশ, বোরহানউদ্দিন: ভোলার বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে আবুল কালাম নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে।
১৮ মার্চ মঙ্গলবার সকালে সাংবাদিকদের আবু কালাম (৬০) নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার যে ধরে আমার বড় ভাই মোঃ আলম (৭০), ইসমাইল (৪৫),আলাউদ্দিন (৩৫) সহ ১০-১৫ জন আমার ওপর হামলা করে। তিনি বলেন,আমার মা মারা যাওয়ার পূর্বে মসজিদে জমি দান করেন কিন্ত ভাইয়েরা জমি দানে ইচ্ছুক ছিল না তাই আমার ওপর হামলার করে।
তিনি বলেন,আজ আমার ফসলি জমিতে আমার বড় ভাই আলম (৭০) গরু দেয়, আমি বাধা দিলে আমার ওপর হামলা করে এমনকী আমার মেয়ে আমাকে বাঁচাতে আসলে ও আমার মেয়ের শ্লীলতাহানি চেষ্টা করে। এ সময় আবুল কালামের মেয়ে মোসাঃ রুমা বেগম অভিযোগ করে বলেন, আমার বাবাকে বাঁচাতে আমি এগিয়ে আসলে আমার উপরও হামলা করে এবং আমার ইজ্জত হানির চেষ্টা করে আমি এর উপযুক্ত বিচার চাই। আহত আবুল কালাম বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইসমাইল বলেন,আমার ২ ভাইয়ের সাথে হাতাহাতি চলতেছিল আমি ওইখানে যাই মিমাংসার চেষ্টা করি। এ বিষয়ে জানতে চাইলে,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন,অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।