জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের দায়িত্ব রাষ্ট্র কে নিতে হবে-সরোয়ার আলম খান

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব, অমর একুশে বই মেলা এবং তারুণ্য মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান বলেন, বিগত স্বৈরশাসক সরকারের আমলে মানুষের ভোটের অধিকার ছিল না, ভাতের অধিকার ছিল না, কথার অধিকার ছিল না, বিচার বিভাগকে সম্পন্ন দলীয়করণ করা হয়েছিল। কোট ছিল সেখানে বিচার ছিল না।পুলিশ প্রশাসন ছিল সেখানে আইন ছিল না। সকল জায়গায় একটা অন্যায়ের রাজত্ব কায়েম করা হয়েছিল বাংলাদেশ ধীরে ধীরে আজ প্রতিষ্ঠিত হচ্ছে। এ সময় তিনি নিহতদের স্মৃতিচারণ করে বলেন , জুলাই গণ–অভ্যুত্থানে আহত ও নিহতদের দাইত্ব রাষ্ট্র কে নিতে হবে। ভবিষ্যতে তাদের পরিবারের দায়িত্ব ও রাষ্ট্রকে নিতে হবে,এদিকে আমাদের নজর রাখতে হবে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্য উৎসব -২০২৫ উদযাপনের অংশ হিসেবে ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে উপজেলা শহিদ মিনার চত্ত্বরে পিঠা উৎসব এবং তারুণ্য মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান। পরে তিনি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন এবং তাদের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ মেহেদি হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা, সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান সহ উপজেলার অন্যান্য দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।