আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৫ ইং, ২৬শে রমযান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বামনায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সৈয়দ রহমাত আলী স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রোমাঞ্চ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা ও প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া এর উপস্থিতিতে সকাল ৯ টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অংশীজনকে অনুপ্রাণীত করার নিমিত্তে সরকার প্রতি বছর দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
বামনার উপজেলা পর্যায়ে ৬২টি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের বিজয়ীদের অংশগ্রহনে দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-এ সকল ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা। বিগত বছরে অনুষ্ঠিত বামনায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার চেয়ে এ বছরের প্রতিযোগিতার সার্বিক আয়োজনে অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্মল চন্দ্র ও সৈয়দা মরিয়ম জাহান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও অভিভাবকগন।

ফেসবুকে লাইক দিন