আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জুন, ২০২৫ ইং, ২৫শে জিলহজ্জ, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) ভোলা জেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের-২০২৪ সালে মোট ৩শ’ ৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সারা বাংলাদেশে এক যোগে ভোলায়ে সকাল ১০টায় ভোলা সরকারি কলেজ সেন্টারে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় সকল শিক্ষার্থীদের হল পরিদর্শন শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভোলা জেলা সাভাপতি ও হল সুপার মাওলানা মোঃ আব্বাস উদ্দীন সাংবাদিকদের জানান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার পুর্ব প্রস্তুতি আমারা গ্রহণ করেছি যাতে কোন রকম সমস্যা না হয়। আমাদের কোমল মতি শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে আনন্দে পরীক্ষা দিতে পারে এবং সেই আলোকে আজকে কোন রকক সমস্যা ছাড়াই সু-শৃঙ্খলাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা আশাবাদী কোন রকম সমস্যা ছাড়াই সঠিক সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে পারব ইনশাআল্লাহ। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভোলা জেলা সাধারণ সম্পাদক হল শিক্ষা সচিব আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, শিক্ষার্থীরা যাতে কোন প্রশ্ন বুঝতে অসুবিধা না হয় সে জন্য শিক্ষার্থীদের স্বার্থে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বাছাই করে কক্ষ পরিদর্শক নিয়জিত করেছি। সে অনুযায়ী আজকে সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আমরা সকলের প্রচেষ্টা এগিয়ে যাবো।
এ সময় বিভিন্ন ভাবে দায়িত্ব পালন করে সহযোগী করেন শিক্ষা সচিব মোঃ ইসরাফিল আলম, অর্থ সম্পাদক ও শৃঙ্খলা বিভাগ মোঃ ইসমাঈল, তথ্য ও গভেষণা বিভাগ হাসান তারেক স্বপন হাওলাদার, মেহমান বিভাগ মোঃ হাবিবুল্লাহ, হল সজ্জা মোঃ কামরুল হাসান সোহাগসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানের সার্বিক সহযোগিতা এবং ভোলা সরকারি কলেজ এর অধ্যক্ষ মহোদয় কর্তৃক মনোনীত প্রতিনিধি মোঃ মিজানুর রহমান স্যার সার্বিকভাবে সহযোগিতা করেন।

ফেসবুকে লাইক দিন