দৌলতখানে ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ, সম্পাদক সাগর
এম এ মান্নান বিশেষ প্রতিনিধি: ভোলা জেলার দৌলতখান মধ্য বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এবং সেক্রেটারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এ সময় মো ফিরোজ কে সভাপতি এবং ফজলে রাব্বি সাগর কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্টি কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত সমিতির অস্থায়ী কার্যালয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে ফলাফলের ভিত্তিতে বিকালে সমিতির কার্যালয়ে এক সাধারণ সভায় সবর্সম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে যারা আছেন তারা হলেন যথাক্রমে- সিনিয়র সহসভাপতি মোঃ জসিম উদ্দিন (প্রোপাইটর রিয়া কসমেটিক), সহ-সভাপতি মোঃ অলিউল্লাহ (আদর্শ গার্মেন্টস), সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান (প্রোপাইটর হাসান গার্মেন্টস), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমিন (প্রোপাইটর আলামিন কসমেটিক্স), সহ-সাংগঠনিক মোঃ রুবেল ( রুবেল ফাস্ট ফুড), প্রচার সম্পাদক মোঃ রাসেল (প্রোপাইটর এরাবিয়ান টেইলার্স) এবং কোষাধক্ষ্য মোঃ শফিক (প্রোপাইটর শফিক হুশিয়ারী)।
এ সময় সমিতির সভাপতি মোঃ ফিরোজ (প্রোপ্রাইটর তোলপাড় ইলেকট্রনিক্স এন্ড কেবল নেটওয়ার্ক সার্ভিস) বলেন, আমরা কারো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হতে সংঠন গঠন করিনি। সত্যের পথে জন কল্যানে ব্যবসায়িকদেরকে একত্রিত ও সুসংগঠিত রাখা এবং সবার অধিকার রক্ষা করাই হবে আমাদের কাজ। এদিকে সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগর ( প্রোপাইটর সাগর গার্মেন্টস) বলেন, ব্যবসায়ে অধিকার রক্ষা ও ব্যবসায়ীদের সুখে-দুখে এই সমিতি সবসময় পাশে থাকবে। ব্যবসায়ের কল্যাণে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।