আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৪ ইং, ১১ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বামনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গনসমাবেশ অনুষ্ঠিত

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ও ভোটাধিকার রক্ষার্থে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বামনা উপজেলা সদরের স্মৃতিসৌধ চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার সভাপতি মাওলানা নুর হোসাইন নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হকের সঞ্চালনায় গনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি প্রিন্সিপাল মুফতি ওমর ফারুক জিহাদী। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সহ-সভাপতি মাওঃ জালাল উদ্দিন কারিমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করীম আকন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইদ্রীসুর রহমান, বরগুনা দ্বীনি সংগঠনের নায়েবে ছদর মাওলানা সিরাজুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বামনা উপজেলা সভাপতি মাওঃ ছগীর হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলার সভাপতি মোঃ ইসমাইল হোসাইন, জাতীয় শিক্ষক ফোরামের বামনা উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ ইসহাক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ রেদওয়ান হোসাইন প্রমুখ।
গণসমাবেশে বক্তারা বলেন সাম্য, ন্যায় বিচার ও আদর্শভীত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। এই স্বাধীনতা দূর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে অরাজকতা দূর করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে সবাইকে আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন