বামনায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা
মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ চলমান পরিস্থিতি স্থিতিশীল রাখতে বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল ১০ঃ০০ ঘটিকায় বামনা প্রেসক্লাব হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মতবিনিময়কালে আহ্বায়ক বলেছেন, গণমাধ্যম হচ্ছে জাতির দর্পন আর সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। এবং বিগত ১৬ বছরের যাবৎ হাসিনা সরকারের শাসনের পতন ঘটেছে। ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে ছাত্র জনতাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
বামনা প্রেসক্লাবের সভাপতি মো: নেছার উদ্দীন এর সভাপতিত্বে বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নাসির মোল্লা সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ন আহবায়ক এনায়েদ কবির হাওলাদার, বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার বামনা উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বামনা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
এসময় তিনি চলমান সহিংসতা নিয়ে আশ্বস্ত করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের উপাসনালয় এবং বাড়ীঘরে হামলা ভাংচুর ও লুটপাঠ বন্ধে দলের নেতৃবৃন্দ দিনরাত পাহাড়া দিচ্ছে। তিনি বামনার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।”