আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৫ ইং, ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে ইয়াবাসহ নলছিটির মোটরসাইকেল চালক সুমন আটক

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ইয়াবাসহ মাসুদ হোসেন ওরফে মেগা সুমন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৩১ ডিসেম্বর ) রাতে ঝালকাঠি শহরের আমতলা মোড় এলাকায় থেকে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাসুদ হোসেন সুমন নলছিটি উপজেলার নাঙ্গুলি গ্রামের শাহ আলমের(বাচ্চু) ছেলে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে ঝালকাঠি শহরের আমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে।

ফেসবুকে লাইক দিন