বোরহানউদ্দিন প্রতিনিধিঃ সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার। এরই ধারাবাহিকতায় ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে, আজ থেকে ১৭/১৮/১৯ সেপ্টেম্বর ২০২৩ইং (তিন) দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ উদযাপিত হয়েছে।
তবে এবারে হয়েছে বিভিন্ন ধরনের আয়োজন, আজ ১৭ সেপ্টেম্বর বেলা ১০ ঘটিকায় র্যালি, উপজেলা পরিষদ চত্বরে, বেলা ১০:৩০ ঘটিকায় আলোচনা সভা, উপজেলা অডিটোরিয়ামে। উপজেলা পরিষদ চত্বরে মেলা চলাকালীন সময়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড উপস্থাপন, তাৎক্ষনিক সেবা প্রদান। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রদর্শনী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়, এতে অংশ গ্রহণ করেন বোরহানউদ্দিন থানা, কৃষি অফিস, শিক্ষা অফিস, নির্বাচন অফিস, সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সহ উপজেলার বিভিন্ন দপ্তর। এসময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উপস্থিত ছিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট( ভূমি) নাজমুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া,বিআরডিবির চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় স্কুলের ছাত্র শিক্ষক গন।
এ সময় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নের দৃশ্য তুলে ধরেন।১৯/০৯/২৩ বিকাল ৩ ঘটিকায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই মেলা।