আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৩ ইং, ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিন বোরহানগঞ্জ বাজারে অগ্নিকান্ডে প্রায় অধ্য কোটি টাকার ক্ষতিসাধন

এম এ অন্তর হাওলাদারঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার জামে কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় জুতার গোডাউনে ১লা আগস্ট রোজ মঙ্গলবার দিবাগত রাত ১২.৩০ মিনিটের সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো মসজিদের দ্বিতীয় তলায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার ফায়ার সার্ভিস এর কর্মিরা। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের ২ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। জসিম সু স্টোরের মালিক মোঃ জসিম জানায়, অগ্নিকান্ডে আমার গোডাউনের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। আমি বিভিন্ন স্থান থেকে ঋণ করে ব্যবসা করি। জনতা ব্যাংক লিঃ বোরহানগঞ্জ বাজার শাখা থেকে ১৫ লক্ষ,ব্র্যাক ব্যাংক থেকে ১৫ লক্ষ,পদক্ষেপ থেকে ১০ লক্ষ,বিআরডিপি থেকে ৫ লক্ষ ও ঢাকার জুতার মালিকদের থেকে বেশ কিছু টাকা দেনা আছি। আমাকে আগুণে পুড়ে নিঃস্ব করে দিয়েছে। কি দিয়ে যে ব্যবসা করব এই বলে সে জ্ঞান হারিয়ে ফেলে।
মসজিদের দায়িত্বশীল আব্দুল মমিন জানান, অগ্নিকান্ডে মসজিদের দ্বিতীয় তলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের উৎস সম্পর্কে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন কেউ কোন সঠিক তথ্য নিশ্চিত করতে পারে নাই। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উক্ত আগুণের সুত্রপাতের মত ঘটনা হতে পারে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন