ভোলায় এনজিও ফাউন্ডেশন দিবস পালিত !!
ভোলার খবর ডেস্কঃ-
ভোলায় ২ ডিসেম্বর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশ বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ব্যাংকিং অনুবিভাগ এর অনুমোদনের মাধ্যমে অলাভজনক প্রাতিষ্ঠান হিসেবে ২০০৪ সাল থেকে ১১২০ টি সহযোগী সংস্থার মাধ্যমে সমগ্র বাংলাদেশে ৩০ টি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় সহযোগী সংস্থা হিসেবে ভোলায় উশিক, সোস্যাল ইউনিটি ফর নেইবারহুড (সান), জিজেএস, পিডিআই, এসডব্লিউ, প্রাণ, ডাস, সেভ দি পিপল, দিশারী সমাজ উন্নয়নসহ স্থানীয় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থাসমুহের আয়োজনে এসডব্লিউর এর কার্যালয় উপকরেভোগীদের নিয়ে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে পিডিআই নির্বাহী পরিচালক হারুন অর রশীদ, এসডব্লিউর নির্বাহী পরিচালক আবু জাফর মোহাম্মদ ছালেহ, সানের নির্বাহী পরিচালক, মোঃ বিল্লাল হোসেন জুয়েল, সেভ দি পিপল নির্বাহী পরিচালক সাইদুর রহমান, উশিক নির্বাহী পরিচালক সালমা বেগম, প্রাণ নির্বাহী পরিচালক মোঃ ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে দিবসটি পালিত হয়।