অনলাইন ডেস্ক :
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনায়েত হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়ন হইতে ২০০০ (দুই হাজার) পিছ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্র পুলিশ।
আজ ২৬/০৬/২০২২ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই(নিঃ) মোঃ সিদ্দিকুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুর ০২ নং ফেরীঘাট পল্টনের মোঃ হোসেন এর চায়ের দোকানের সামনে ব্লকের উপর হইতে মাদক ব্যবসায়ী ১। সুমন কান্তি দাস (৪০), সাং-হালিশহর, জি-ব্লক হাউজিং এড়িয়া, ধানশিড়ি, ফ্ল্যাট নং-এ-১, থানাঃ হালিশহর, জেলাঃ সিএমপি, চট্টগ্রাম, স্থায়ী সাং-মঙ্গল নগর, ০২ নং ওয়ার্ড, ইউনিয়ন-আমিরাবাগ, থানাঃ লোহাগাড়া, জেলাঃ চট্টগ্রাম, ২। মোঃ মুরাদ হোসেন (৪০) সাং-সুজনগ্রাম, ০৪ নং ওয়ার্ড, পোঃ আলেকজান্ডার, থানাঃ রামগতি, জেলাঃ লক্ষীপুর’দ্বয়কে ২০০০ (দুই হাজার) পিছ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।