ঝড়–বন্যার মধ্যে জন্ম নিয়েছে শিশুটি, প্রধানমন্ত্রী নাম রাখলেন ‘প্লাবন

অনলাইন ডেস্ক :
বন্যা ও ঝড়–বৃষ্টির মধ্যে প্রসবব্যথা ওঠায় সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকা থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে নৌকায় করে হাসপাতালে রওনা দেন সুমন মিয়া (৩৫)। পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে নৌকাটি আটকে যায়। এরপর জেলা প্রশাসকের সহায়তা পেয়ে তাঁর কার্যালয়ে ফুটফুটে ছেলেসন্তানের জন্ম দেন সুমন মিয়ার স্ত্রী জমিলা বেগম (২৭)।
গত শনিবার সন্ধ্যার এ ঘটনায় ওই দিন রাতে মা ও নবজাতকে দেখতে যান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল করলে জেলা প্রশাসক বিষয়টি তাঁকে জানান। এরপর প্রধানমন্ত্রী দুর্যোগে জন্ম নেওয়া এ শিশুর নাম রাখেন নূহ আলম প্লাবন।