বাবরের আরেকটি সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ পাকিস্তানের
অনলাইন ডেস্ক :
আগামী মঙ্গলবার একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪১.৫ ওভারে ২১০ (হেড ০, ফিঞ্চ ০, ম্যাকডারমট ৩৬, লাবুশেন ৪, স্টয়নিস ১৯, কেয়ারি ৫৬, গ্রিন ৩৪, অ্যাবট ৪৯, বেহরেনডর্ফ ২, এলিস ২, জ্যাম্পা ০*; আফ্রিদি ৮-২-৪০-২, রউফ ৮.৫-১-৩৯-৩, জাহিদ ৮-০-৫১-১, ওয়াসিম ১০-১-৪০-৩, ইফতিখার ৭-০-৩৮-১)
পাকিস্তান: ৩৭.৫ ওভারে ২১৪/১ (ফখর ১৭, ইমাম ৮৯*, বাবর ১০৫*; বেহরেনডর্ফ ৯-০-৫১-০, এলিস ৬-০-৩৮-১, জ্যাম্পা ৯-০-৫০-০, গ্রিন ৩-০-১৯-০, হেড ২-০-৯-০, অ্যাবট ৩-০-১৫-০)
ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী পাকিস্তান
ম্যান অব দা ম্যাচ: বাবর আজম
ম্যান অব দা সিরিজ: বাবর আজম