প্রথমবার ম্যাচ ও সিরিজসেরা তাসকিন
অনলাইন ডেস্ক :
তাসকিন যেন দুহাত ভরেই পেলেন। ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারে জিতল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপকে একাই গুঁড়িয়ে দিয়ে ম্যাচসেরার পুরস্কার তো জিতেছেনই সাথে সিরিজসেরার পুরস্কারটিও জিতে নিয়েছেন এই গতিমানব।সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক মাঠে হওয়া সিরিজের প্রথম ম্যাচটিতে মাত্র ৩৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।প্রথম ওয়ানডেতে ৬৪ বলে ৭৭ রানের অতি কার্যকরী ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার ওঠেছিল সাকিবের হাতে। আজ বল হাতে ২৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন সাকিব। অধিনায়ক তামিম ইকবাল খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস।কিন্তু সবাইকে ছাড়িয়ে গেছেন তাসকিন। তাই তার হাতেই উঠেছে শুধু ওয়ানডে ক্যারিয়ার নয়, পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারেরই প্রথম ম্যাচসেরার পুরস্কার। পাশাপাশি নিজের ক্যারিয়ারে এবারই প্রথম সিরিজসেরার পুরস্কার জিতলেন তাসকিন।