আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ ইং, ২৩শে রমযান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

সবচেয়ে কম ইনিংসে লিটন দাসের ৫ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটারদের জন্য সমালোচনা-কটুক্তির একটাই জবাব, সেটা হলো পারফর্মেন্স। অফফর্মে থাকলে লিটন দাস সমালোচকদের পছন্দের নিশানায় থাকেন। এই তরুণ ওপেনার আজ সেঞ্চুরি হাঁকিয়ে সব সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। তার সামর্থ নিয়ে কোনো প্রশ্ন নেই। ব্যাটিং স্টাইল তো চোখ জুড়ানো। বাইশ গজে যেন শিল্পীর তুলির আঁচড়। সমস্যা একটাই-ধারাবাহিকতার অভাব।এই সেঞ্চুরিতে লিটন দাস দারুণ এক রেকর্ড নিজের নাম লিখিয়েছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম ইনিংস খেলে পাঁচটি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড এখন লিটনের। তার লেগেছে মাত্র ৪৯ ইনিংস। ৯৩ ইনিংসে পাঁচ সেঞ্চুরি করে সাকিব আল হাসান আছেন দুই নম্বরে। দেশসেরা ওপেনার তামিম ইকবালের লেগেছে ১৪১ ইনিংস আর মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের লেগেছে ১৬৩ ইনিংস।আজকের ম্যাচে তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমে ২৫তম ওভারে নবীর তৃতীয় বলে স্কয়ার লেগ দিয়ে চার মেরে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন লিটন। এরপর ৪১তম ওভারে রশিদ খানকে বাউন্ডারি হাঁকিয়ে ১০৭ বলে ক্যারিয়ারের পাঁচ নম্বর সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। অবশেষে ১২৬ বলে ১৬ চার ২ ছক্কায় ১৩৬ রান করা লিটনকে থামান ফরিদ আহমেদ। এরইসঙ্গে ভাঙে মুশফিকের সঙ্গে ১৮৬ বলে ২০২ রানের তৃতীয় উইকেট জুটির।

ফেসবুকে লাইক দিন