ইউক্রেনের হয়ে প্রত্যক্ষভাবে যুদ্ধের মাঠে নামবে না ব্রিটেন: বরিস জনসন
রাশিয়ার হামলা প্রতিহত করতে যুদ্ধের মাঠে থেকে ব্রিটেন ইউক্রেনের পাশে দাঁড়াবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
এর দ্বারা ইউক্রেনের পাশে দাঁড়িয়ে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ না নেওয়ার বিষয়টি পরিষ্কার করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
রাশিয়ার হামলা শুরুর পর বৃহস্পতিবার সকালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কিকে ফোনে এ কথা জানিয়ে দেন।
জনসন বলেন, ইউক্রেনের এই ঘটনায় তিনি হতবাক।
তবে দেশটির জনগণ এই হামলা প্রতিহত করতে পারবে বলে তার বিশ্বাস। সেই সঙ্গে এই অন্ধকার সময়ে ইউক্রেনীয়দের ব্যাপারে যুক্তরাজ্যের অবশ্যই চিন্তা আছে।