শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল;
ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল।এই দলে ফিরেছেন ৩৮ বছর বয়সী দানি আলভেস। তবে ইনজুরির কারণে জায়গা হয়নি নেইমারের।বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করেন ব্রাজিল কোচ তিতে।ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে দেখা যাবে না নেইমারকে। গত নভেম্বরে পিএসজির হয়ে মাঠে নেমে ইনজুরিতে পড়েন নেইমার। ইনজুরির কারণে দুই মাস ধরে মাঠের বাইরে রয়েছেন তিনি।আগামী ২৮ জানুয়ারি ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ইকুয়েডরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর ৫ দিন পর নিজেদের মাটিতে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা।এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে ১৩ ম্যাচ খেলে ১১টিতে জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক:
অ্যালিসন, এডারসন, ওয়েভারটন
ডিফেন্ডার:
দানি আলভেস, এমারসন, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল, মারকিনিওস, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার:
ক্যাসেমিরো, ফ্যাবিনিও, ব্রুনো গিমারেস, গারসন, ফ্রেড, কৌতিনিও, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড:
রাফিনিয়া, অ্যান্থনি, রদ্রিগো, এভারটন রিবেইরো, গ্যাব্রিয়েল জেসুস, ভিনিসিয়াস জুনিয়র, মাতিয়াস কুনিয়া, গ্যাবিগোল।